আস্তিক্যবাদ
আস্তিকতাবাদ বা আস্তিক্যবাদ বা ঈশ্বরবাদ (ইংরেজি: Theism) হল একটি ধর্মীয় বিশ্বাস যা হল অন্তত একজন ঈশ্বর বা উপাস্যের অস্তিত্ব আছে।[১] বহুঈশ্বরবাদ হল বহুসংখ্যক ঈশ্বরে বিশ্বাস, যেখানে একেশ্বরবাদে শুধু একজন ঈশ্বরে বিশ্বাস করা হয়। উদাহরণস্বরুপ, ইসলামধর্ম ও খ্রিষ্টধর্ম হল দুটি একেশ্বরবাদী ধর্ম। আস্তিক্যবাদের বিপরীত হল নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদে একক বা একাধিক কোনরকম ঈশ্বরেই বিশ্বাস করা হয় না।
প্রকারভেদ
সম্পাদনাএকেশ্বরবাদ
সম্পাদনাবহুঈশ্বরবাদ
সম্পাদনাসর্বেশ্বরবাদ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Merriam-Webster Online Dictionary"। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে আস্তিক্যবাদ সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
উইকিঅভিধানে আস্তিক্যবাদ শব্দটি খুঁজুন।