জন হার্ট
স্যার জন হার্ট | |
---|---|
John Hurt | |
জন্ম | জন ভিনসেন্ট হার্ট ২২ জানুয়ারি ১৯৪০ চেস্টারফিল্ড, ডার্বিশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ২৫ জানুয়ারি ২০১৭ ক্রোমার, নরফোক, ইংল্যান্ড | (বয়স ৭৭)
মাতৃশিক্ষায়তন | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬১-২০১৭ |
দাম্পত্য সঙ্গী | অ্যানেট রবার্টসন (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৬৪) ডোনা পিকক (বি. ১৯৮৪; বিচ্ছেদ. ১৯৯০) জোন ডালটন (বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯৬) আনওয়েন রিস-মায়ার্স (বি. ২০০৫; মৃ. ২০১৭) |
সন্তান | ২ |
স্যার জন ভিনসেন্ট হার্ট, সিবিই (ইংরেজি: John Vincent Hurt; ২২ জানুয়ারি ১৯৪০ - ২৫ জানুয়ারি ২০১৭) ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি পঞ্চাশ বছরের অধিক সময় মঞ্চে ও পর্দায় কাজ করেছেন। হার্টকে ব্রিটেনের অন্যতম সেরা অভিনয়শিল্পী হিসেবে বিবেচনা করা হয় এবং পরিচালক ডেভিড লিঞ্চ তাকে "সোজা কথায় বিশ্বের সেরা অভিনেতা" বলে আখ্যায়িত করেন।[১][২]
হার্ট আ ম্যান ফর অল সিজনস্ (১৯৬৬) চলচ্চিত্রে রিচার্ড রিচ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং টেন রিলিংটন প্লেস (১৯৭০) চলচ্চিত্রে টিমোঠি ইভানস চরিত্রে অভিনয় করে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে দ্য নেকড সিভিল সারভেন্ট (১৯৭৫) টেলিভিশন চলচ্চিত্রে কুয়েন্টিন ক্রিস্প চরিত্রে অভিনয় করে তার প্রথম বাফটা পুরস্কার অর্জন করেন। ১৯৭৬ সালে তিনি বিবিসির টিভি ধারাবাহিক আই, ক্লডিয়াস-এ কালিগুলা চরিত্রে অভিনয় করেন। জেল নাট্যধর্মী মিডনাইট এক্সপ্রেস (১৯৭৮) ছবিতে তার অভিনয় তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাইয়ে দেয় এবং তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বিজ্ঞান কল্পকাহিনিমূলক ভীতিপ্রদ অ্যালিয়েন (১৯৭৯) ছবিতে নভোচারী কেন চরিত্রে অভিনয় করে তিনি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং কয়েকটি প্রকাশনা এই ছবিটি একটি দৃশ্যকে চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দৃশ্য বলে উল্লেখ করেছে।[৩]
চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে বাফটা আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৪] নাটকে তার অবদানের জন্য ২০১৫ সালে তিনি নাইট উপাধিতে ভূষিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সেফটন, কনর (২৯ জানুয়ারি ২০১৭)। "Acclaimed British actor Sir John Hurt dies from cancer aged 77"। স্কাই নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ ক্রেপস, ড্যানিয়েল (২৮ জানুয়ারি ২০১৭)। "John Hurt, Oscar-Nominated 'Elephant Man' Actor, Dead at 77"। রোলিং স্টোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ যেসব সূত্র অ্যালিয়েন ছবিতে হার্টের চরিত্রের শেষ দৃশ্যটিকে চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দৃশ্য বলে উল্লেখ করেছে সেগুলো হল:
- "Alien named as top 18-rated scene" (ইংরেজি ভাষায়)। বিবিসি নিউজ। ২৬ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- কারমোড, মার্ক (১৯ অক্টোবর ২০০৩)। "All fright on the night"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। যুক্তরাজ্য। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- "Scariest movie scenes ever"। ভার্জিন মিডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- গ্রিন, গ্রায়েম। "John Hurt talks Harry Potter, flamenco and chestbursters"। মেট্রো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- "The 100 Scariest Movie Moments" (ইংরেজি ভাষায়)। ব্র্যাভো। ৩০ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- "The making of Alien's chestburster scene"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। যুক্তরাজ্য। ১৩ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
- ↑ "John Hurt 'thrilled' with Bafta honour"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৪০-এ জন্ম
- ২০১৭-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ইংরেজ কণ্ঠাভিনেতা
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- ইংরেজ শেকসপিয়ারীয় অভিনেতা
- রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টের প্রাক্তন শিক্ষার্থী
- অগ্ন্যাশয়ের ক্যান্সারে মৃত্যু
- ডার্বিশায়ারের অভিনেতা
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ব্রিটিশ নাইটহুড প্রাপ্ত অভিনেতা
- নাইটস ব্যাচেলর
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতার জন্য বাফটা পুরস্কার বিজয়ী
- অডিওবই পাঠক
- ইংল্যান্ডে ক্যান্সারে মৃত্যু