[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

তারা

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

তারা বা নক্ষত্র হলো প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। পৃথিবীর নিকটতম তারা বা নক্ষত্র হলো সূর্য। অন্যান্য অনেক নক্ষত্র রাতের বেলা পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হয়। পৃথিবী থেকে তাদের অপরিমেয় দূরত্বের কারণে আকাশে স্থির আলোক বিন্দুর একটি দল হিসাবে উপস্থিত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা তারার বিষয়শ্রেণী একত্র করে নক্ষত্রগুলিকে সঠিকভাবে শনাক্ত করতে এদের নির্দিষ্ট নাম প্রদান করে। যাইহোক, আমাদের গ্যালাক্সি, মিল্কিওয়ের বাইরের সমস্ত নক্ষত্র সহ মহাবিশ্বের বেশিরভাগ তারাই পৃথিবী থেকে খালি চোখে অদৃশ্যমান। প্রকৃতপক্ষে, বেশিরভাগই সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমেও পৃথিবী থেকে দেখা যায় না।

উক্তি

[সম্পাদনা]
  • তারকারা নিশ্চয়ই ভালোবাসার প্রতিচ্ছবি।
    • ফিলিপ জেমস বেইলি, ফেস্টাস (১৮১৩)।
  • আমাদের উপরের নক্ষত্রগুলি আমাদের অবস্থা পরিচালনা করে।
  • উদ্ভাসিত তারা রাখালকে ডাকে।
  • আকাশ অগণিত স্ফুলিঙ্গ দ্বারা অঙ্কিত,
    তারা সব আগুন এবং প্রত্যেকে জ্বলজ্বল করে,
    কিন্তু সব কিছুর মধ্যে একজনই তার জায়গা ধরে রেখেছে।
  • তিনি দিন-রাত ও চন্দ্র-সূর্যকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। নক্ষত্ররাজিও তাঁর নির্দেশে কর্মরত আছে। নিশ্চয়ই এর ভেতর বহু নিদর্শন আছে সেসব লোকের জন্য, যারা বুদ্ধি কাজে লাগায়।
    • সূরা আন-নাহল, আয়াত ১২
  • নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের ওপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে ত্বরিতগতিতে; সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি সবই তাঁর হুকুমের অনুগত। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের রব আল্লাহ হলেন বরকতময়।
    • সূরা আরাফ, আয়াত ৫৪
  • অতঃপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
    • সূরা হা-মীম আস-সাজদাহ , আয়াত ১২
  • আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
    • সূরা মুলক, আয়াত ৫
  • তিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা সেগুলোর সাহায্যে জলে-স্থলে অন্ধকারে পথের দিশা লাভ করতে পারো। আমি আমার নিদর্শনগুলোকে জ্ঞানীদের জন্য বিশদভাবে বর্ণনা করে দিয়েছি।
    • সূরা আনআম, আয়াত ৯৭

হাদিস

[সম্পাদনা]
  • তোমরা কি জানো, তোমাদের রব কী বলেছেন? তিনি বলেছেন, আমি যখন আমার বান্দার ওপর অনুগ্রহ করি, তখনই তাদের একদল তা অস্বীকার করে এবং তারা বলে নক্ষত্র, নক্ষত্রের প্রভাবে আমাদের কাজ হয়।
    • আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনামতে হযরত মুহাম্মদ (স) একথা বলেছেন; মুসলিম, হাদিস ১৩৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]