[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

.ইই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
.ইই
প্রস্তাবিত হয়েছে১৯৯২
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিইস্তোনিয়ান ইন্টারনেট ফাউন্ডেশন
বর্তমান ব্যবহারইস্তোনিয়াতে ব্যাপক জনপ্রিয়; বর্তমানে বৈশ্বয়িক
কাঠামোনিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে গ্রহণ করা হয়; অথবা দ্বিতীয় স্তরের অধীন তৃতীয় স্তরে।
বিতর্ক নীতিমালাডোমেইন ডিসপুট কমিটি
ওয়েবসাইটইস্তোনিয়া ইন্টারনেট ফাউন্ডেশন

.ইই ইস্তোনিয়ার কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারেনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ইস্তোনিয়া ইন্টারনেট ফাউন্ডেশন এটি নিয়ন্ত্রণ করে থাকে।[] এই ডোমেইন নামটি ১৯৯২ সালে চালু হয় এবং ২০১০ সাল পর্যন্ত ইইনিক এটি নিয়ন্ত্রণ করেছে।

তৃতীয় স্তরের ডোমেইন নাম

[সম্পাদনা]
  • .com.ee – ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য।
  • .pri.ee – সতন্ত্রভাবে ব্যবহার করা যায়।
  • .fie.ee – ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান সম্পর্কিত
  • .med.ee – মেডিকেল ও স্বাস্থ্য বিষয়ক।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]