শিবলিঙ্গ শৃঙ্গ
অবয়ব
শিবলিঙ্গ শৃঙ্গ | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৬,৫৪৩ মিটার (২১,৪৬৭ ফুট) |
সুপ্রত্যক্ষতা | ৮৫০ মি (২,৭৯০ ফু) |
ভূগোল | |
অবস্থান | উত্তরাখণ্ড |
মূল পরিসীমা | গঙ্গোত্রী হিমালয় |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯৭৪ |
শিবলিঙ্গ শৃঙ্গ ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত ৬,৫৪৩ মিটার উচ্চ একটি পর্বতশৃঙ্গ। নিম্ন গঙ্গোত্রী হিমবাহের পশ্চিমদিকের প্রবেশপথে এর অবস্থান।
ভৌগোলিক বিবরণ
[সম্পাদনা]শিবলিঙ্গ শৃঙ্গের অবস্থান নিম্ন গঙ্গোত্রী হিমবাহের পশ্চিমদিকের প্রবেশপথে ভাগীরথী শৃঙ্গ শ্রেণীর ঠিক বিপরীতে। এটির উচ্চতা ৬,৫৪৩ মিটার।
আরোহণ
[সম্পাদনা]আইটিবিপির একটি পর্বত অভিযাত্রী দল হুকুম সিং-এর নেতৃত্বে ১৯৭৪সালের ৩জুন পশ্চিম শৈলশিরা বরাবর এই শৃঙ্গ সর্বপ্রথম আরোহণ করেন।[১]