বোতোন্দ বালোগ
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৬ জুন ২০০২ | ||
জন্ম স্থান | সোপ্রোন, হাঙ্গেরি | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পারমা | ||
জার্সি নম্বর | ৪ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০০, ২০ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
বোতোন্দ বালোগ (হাঙ্গেরীয়: Botond Balogh; জন্ম: ৬ জুন ২০০২) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব পারমা এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, বালোগ হাঙ্গেরি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বোতোন্দ বালোগ ২০০২ সালের ৬ই জুন তারিখে হাঙ্গেরির সোপ্রোনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]বালোগ হাঙ্গেরি অনূর্ধ্ব-১৫, হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬, হাঙ্গেরি অনূর্ধ্ব-১৭ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২১ সালের ১২ই নভেম্বর তারিখে, ১৯ বছর, ৫ মাস ও ৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বালোগ সান মারিনোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় এন্দ্রে বোতকার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি হাঙ্গেরি ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে বালোগ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
হাঙ্গেরি | ২০২১ | ১ | ০ |
২০২৩ | ১ | ০ | |
২০২৪ | ১ | ০ | |
সর্বমোট | ৩ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Hungary vs. San Marino - 12 November 2021 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩।
- ↑ "Hungary - San Marino 4:0 (WC Qualifiers Europe 2021/2022, Group I)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩।
- ↑ "Hungary - San Marino, Nov 12, 2021 - World Cup qualification Europe - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. San Marino"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- বোতোন্দ বালোগ – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে বোতোন্দ বালোগ (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ইইউ-ফুটবলে {{ইইউ-ফুটবল খেলোয়াড়}} টেমপ্লেটে আইডি নেই ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই
- ট্রান্সফারমার্কেটে বোতোন্দ বালোগ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে বোতোন্দ বালোগ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে বোতোন্দ বালোগ (ইংরেজি)
- ফিফা খেলোয়াড় টেমপ্লেট আইডি অনুপস্থিত
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ইইউ-ফুটবল খেলোয়াড় টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- হাঙ্গেরীয় ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- পারমা কালচো ১৯১৩-এর খেলোয়াড়
- হাঙ্গেরির আন্তর্জাতিক যুব ফুটবলার
- হাঙ্গেরির অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- হাঙ্গেরির অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- হাঙ্গেরির আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়