[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

ফ্রেজার ফরস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেজার ফরস্টার
২০১৭ সালে সাউদাম্পটনের হয়ে ফরস্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রেজার জেরার্ড ফরস্টার
জন্ম (1988-03-17) ১৭ মার্চ ১৯৮৮ (বয়স ৩৬)
জন্ম স্থান হেক্সাম, ইংল্যান্ড
উচ্চতা ২.০১ মিটার (৬ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
স্টকসফিল্ড
২০০১–২০০৫ ওয়ালজেন্ড বয়েজ
২০০৫–২০০৬ নিউক্যাসেল ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১২ নিউক্যাসেল ইউনাইটেড (০)
২০০৮স্টকপোর্ট কাউন্টি (ধার) (০)
২০০৯ব্রিস্টল রোভার্স (ধার) (০)
২০০৯–২০১০নরউইচ সিটি (ধার) ৩৮ (০)
২০১০–২০১১সেল্টিক (ধার) ৩৬ (০)
২০১১–২০১২সেল্টিক (ধার) ৩৩ (০)
২০১২–২০১৪ সেল্টিক ৭১ (০)
২০১৪–২০২২ সাউদাম্পটন ১৩৪ (০)
২০১৯–২০২০সেল্টিক (ধার) ২৮ (০)
২০২২– টটেনহ্যাম হটস্পার ১৪ (০)
জাতীয় দল
২০১৩– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫৭, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৭, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফ্রেজার জেরার্ড ফরস্টার (ইংরেজি: Fraser Forster; জন্ম: ১৭ মার্চ ১৯৮৮; ফ্রেজার ফরস্টার নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ফরস্টার ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফ্রেজার জেরার্ড ফরস্টার ১৯৮৮ সালের ১৭ই মার্চ তারিখে ইংল্যান্ডের হেক্সামে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৩ সালের ১৫ই নভেম্বর তারিখে, ২৫ বছর, ৭ মাস ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফরস্টার চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[] ম্যাচটি চিলি ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ফরস্টার সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৭ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০১৩
২০১৪
২০১৬
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]