[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

দিব্য হিমাচল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিব্য হিমাচল
दिव्य हिमाचल
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট দিব্য হিমাচল ট্যাবলয়েড হিমাচল দিস উইক
মালিকদিব্য হিমাচল প্রকাশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড / ভানু ধমিজা
প্রকাশকদিব্য হিমাচল প্রকাশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হয়ে অনিল সনি
প্রধান সম্পাদকঅনিল সোনি
প্রতিষ্ঠাকাল২৯ ডিসেম্বর ১৯৯৭; ২৬ বছর আগে (29 December 1997)
ভাষাহিন্দি ইংরেজি
সদর দপ্তরদিব্য হিমাচল,
কংরা-পাঠানকোট মার্গ, ওল্ড মাতাউর, ১৭৬০০১,
কংরা,
হিমাচল প্রদেশ, ভারত
ওসিএলসি নম্বর+৯১১৮৯২২৬৪৭১৩
ওয়েবসাইটwww.divyahimachal.com

দিব্য হিমাচল হিমাচল প্রদেশের একটি হিন্দি সংবাদপত্র, যার প্রচলন হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাঞ্চল এবং চণ্ডীগড়ে রয়েছে। পত্রিকাটি ১৯৯৭ সালের ২৯ ডিসেম্বর চালু হয়েছিল এবং এখন এর ধর্মশালা, সিমলা, চণ্ডীগড়পাঞ্জাব নামে চারটি সংস্করণ রয়েছে।

দিব্য হিমাচল গ্রুপের নেতৃত্বে আছেন ভানু ধামিজা,[] যিনি অ্যামাজন বেস্টসেলার এবং বহুল আলোচিত, হার্পার কলিন্স প্রকাশনীর বই হোয়াই ইন্ডিয়া নিডস প্রেসিডেন্সিয়াল সিস্টেম। তিনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যা আসলে হিমাচল প্রদেশের বৃহত্তম প্রকাশনা সংস্থা।

অনিল সনি এই গ্রুপের প্রধান সম্পাদক। তিনি দিব্য হিমাচলের প্রিমিয়ার ইভেন্টস এর পরিচালকও। এর আগে তিনি লোকমত ও জন সন্দেশসহ দেশের বেশ কয়েকটি বড় প্রকাশনা সংস্থার সাথে কাজ করেছেন।

দিব্য হিমাচল মিডিয়া গ্রুপ উত্তর ভারতের হিমাচল প্রদেশের জন্য সংবাদপত্র প্রকাশ করে। এর প্রধান হিন্দি দৈনিক, দিব্যা হিমাচল রাজ্যের 'সবচেয়ে বিশ্বাসযোগ্য' সংবাদপত্র। হিমাচল দিস উইক রাজ্যের একমাত্র ইংরেজি সাপ্তাহিক। গ্রুপটি ১৯৯৭ সালে কার্যক্রম শুরু করেছিল এবং এখন হিমাচলের বৃহত্তম মিডিয়া গ্রুপ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "DIVYA HIMACHAL"paperboy.com। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিসংযোগ

[সম্পাদনা]