[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

জেমান ক্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বর্ণালীর উপর চৌম্বকমক্ষত্রের প্রভাবকে জেমান ক্রিয়া বা জিম্যান প্রভাব বলে।জেমান ক্রিয়া বা জিম্যান প্রভাব ওলন্দাজ পদার্থবিজ্ঞানী পিটার জেমানের নামে নামকৃত একটি ক্রিয়া, যা হলো চৌম্বকক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেখার বিভক্তিকরণ (splitting)। এটি স্টার্ক ক্রিয়ার সাথে তুলনীয়, যা হল বৈদ্যুতিক ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেখার বিভক্তিকরণ। জেমান ক্রিয়াকে আবার জিম্যান প্রভাব নামে প্রকাশ করা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]