জগ বাণী
অবয়ব
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৮ |
রাজনৈতিক মতাদর্শ | উদার |
ভাষা | পাঞ্জাবি |
সদর দপ্তর | জলন্ধর |
সহোদর সংবাদপত্র | পাঞ্জাব কেসরি, নবোদয় টাইমস এবং হিন্দ সমাচার |
ওয়েবসাইট | epaper |
জগবাণী একটি পাঞ্জাবি ভাষার সংবাদপত্র যা ভারতের পাঞ্জাব রাজ্যে প্রচারিত হয়। [১] এটি ১৯৭৮ সালে পাঞ্জাব কেশারি গ্রুপ কর্তৃক পাঞ্জাব কেশারি এবং হিন্দ সমাচারের পাশাপাশি শুরু হয়েছিল। এই সংবাদপত্রটি জলন্ধর এবং লুধিয়ানাতে ছাপা হয় এবং গড়ে ৩২৮ হাজার কপি প্রচলন রয়েছে।
বিশিষ্ট কলাম লেখক
[সম্পাদনা]খুশবন্ত সিং | শেখর গুরেরা (কার্টুনিস্ট) |
কুলদীপ নায়ার | পুনম আমি কৌশিক |
শান্ত কুমার | বিনীত নারায়ণ |
বীরেন্দ্র কাপুর | বিজি ভার্ঘুজ |
বলবীর পুঞ্জ | মাহমুদ শাম |
করণ থাপার | কল্যাণী শঙ্কর |
মনমোহন শর্মা | নীরা চোপড়া |
মেনাকা গান্ধী | চন্দারমোহন |
চন্দর ত্রিখা | নেরজা চৌধুরী |