[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

কোরাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোরাহ, দাথান ও আবিরামের মৃত্যু, গুস্তাভ ডোরে, ১৮৬৫

হিব্রু ভাষায় কোরাহ (হিব্রু ভাষায়: קֹרַחQōraḥ; আরবি: قارون Qārūn), যিৎহরের পুত্র, বাইবেলের গণনা পুস্তকে (হিব্রু বাইবেল) এবং কুরআনের চারটি পৃথক আয়াতে উল্লেখিত একজন ব্যক্তি যিনি মোশির (মুসা) বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। কিছু পুরানো ইংরেজি অনুবাদে, সেইসাথে Douay–Rheims বাইবেলে, নামটি Core হিসেবে বানান করা হয়েছে[] এবং অনেক পূর্ব ইউরোপীয় অনুবাদে "Korak" বা "Korey" রয়েছে।[]

কোরাহ নামটি হিব্রু বাইবেলে অন্তত আরও একজন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে: কোরাহ (এষৌর পুত্র)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1.  "Core, Dathan, and Abiron"। ক্যাথলিক বিশ্বকোষ। নিউ ইয়র্ক: রবার্ট অ্যাপলটন কোম্পানি। ১৯৯৩। 
  2. https://biblia.bg/index.php?k=4&g=16&s=1&sw=%D0%9A%D0%BE%D1%80%D0%B5%D0%B9&tr_search=1