কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স ৩৯
অবস্থান | কেনেডি স্পেস সেন্টার | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থানাঙ্ক | ২৮°৩৬′৩০.২″ উত্তর ৮০°৩৬′১৫.৬″ পশ্চিম / ২৮.৬০৮৩৮৯° উত্তর ৮০.৬০৪৩৩৩° পশ্চিম | ||||||||||||||||||||||||||||
সময় অঞ্চল | ইউটিসি−০৫:০০ (ইএসটি) | ||||||||||||||||||||||||||||
• Summer (DST) | UTC−০৪:০০ (ইডিটি) | ||||||||||||||||||||||||||||
সংক্ষিপ্ত নাম | এলসি-৩৯ | ||||||||||||||||||||||||||||
প্রতিষ্ঠিত | ১৯৬২ | ||||||||||||||||||||||||||||
পরিচালনাকারী |
| ||||||||||||||||||||||||||||
মোট উৎক্ষেপণ | ১৮৬ (১৩ টি স্যাটার্ন ভি, ৪ টি স্যাটার্ন আইবি, ১৩৫ টি শাটল, ১ টি আরেস ১, ৩০ টি ফ্যালকন ৯, ৩ টি ফ্যালকন হেভি) | ||||||||||||||||||||||||||||
উৎক্ষেপণ মঞ্চ | ৩ | ||||||||||||||||||||||||||||
কক্ষীয় নতি সীমানা | ২৮°–৬২° | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
লঞ্চ কমপ্লেক্স ৩৯ | |||||||||||||||||||||||||||||
অবস্থান | জন এফ কেনেডি স্পেস সেন্টার এমপিএস, টাইটাসভিলে, ফ্লোরিডা | ||||||||||||||||||||||||||||
আয়তন | ৭,০০০ একর (২,৮০০ হেক্টর) | ||||||||||||||||||||||||||||
নির্মিত | 1967 | ||||||||||||||||||||||||||||
এমপিএস | টেমপ্লেট:NRHP url | ||||||||||||||||||||||||||||
এনআরএইচপি সূত্র # | 73000568[১] | ||||||||||||||||||||||||||||
এনআরএইচপি-তে যোগ | ২৪ মে ১৯৭৩ |
লঞ্চ কমপ্লেক্স ৩৯ (এলসি-৩৯) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মেরিট আইল্যান্ডে জন এফ কেনেডি স্পেস সেন্টারে একটি রকেট উৎক্ষেপণ স্থান। স্থানটি ও এর সুবিধার সংগ্রহসমূহ মূলত অ্যাপোলো কর্মসূচির "মুনপোর্ট" (চন্দ্র বন্দর)[২] হিসাবে নির্মিত হয় এবং পরে স্পেস শাটল কর্মসূচির জন্য সংশোধিত হয়।
লঞ্চ কমপ্লেক্স ৯ তিনটি লঞ্চ উপ-কমপ্লেক্স বা "প্যাড"-৩৯এ, ৩৯বি এবং ৩৯সি—একটি যান সংযোজন ভবন (ভ্যাব), ভ্যাব ও প্যাডসমূহের মধ্যে মোবাইল লঞ্চার প্ল্যাটফর্ম বহন করতে ক্রলার-ট্রান্সপোর্টার দ্বারা ব্যবহৃত ক্রলারওয়ে, পরিক্রমাকারী প্রক্রিয়াজাতকরণ সুবিধাসমূহ, ফায়ারিং রুম সহ একটি উৎক্ষেপণ নিয়ন্ত্রণ কেন্দ্র, টেলিভিশন সম্প্রচার ও ফটোগুলিতে দেখা আইকোনিক কাউন্টডাউন আইকনিক ঘড়ির জন্য বিখ্যাত একটি সংবাদ সুবিধা এবং বিভিন্ন লজিস্টিকাল ও পরিচালনা ব্যবস্থা সমর্থনকারী ভবনসমূহ নিয়ে গঠিত।[৩]
স্পেস এক্স নাসা থেকে লঞ্চ কমপ্লেক্স ৩৯এ ইজারা নিয়েছে এবং ফ্যালকন ৯ ও ফ্যালকন হেভি রকেটের উৎক্ষেপণ সমর্থন করার জন্য মঞ্চ বা প্যাডটি পরিবর্তন করে।[৪][৫] নাসা কনস্টাল্ল্যাশন কর্মসূচির জন্য ২০০৭ সালে লঞ্চ কমপ্লেক্স ৩৯বি পরিবর্তন করতে শুরু করে এবং বর্তমানে এটি আর্টেমিস কর্মসূচির জন্য প্রস্তুত করছে,[৬][৭] যার প্রথম উৎক্ষেপণটি ২০২১ সালের শেষের দিকে নির্ধারিত রয়েছে।[৮][৯] ৩৯এ ও ৩৯বি প্যাডের অনুলিপি হিসাবে ৩৯সি'কে চিহ্নিত করা হয়, মূলত অ্যাপোলো কর্মসূচির জন্য পরিকল্পনা করা হয়েছিল, তবে কখনও নির্মিত হয়নি।[১০]
উৎক্ষেপণ মঞ্চসমূহ থেকে ৩ মাইল (৪.৮ কিমি) দূরে নাসার উৎক্ষেপণ নিয়ন্ত্রণ কেন্দ্র (এলসিসি) থেকে প্যাড ৩৯এ ও ৩৯বি এর তদারকি করা হয়। এলসি-৩৯ পূর্ব টেস্ট রেঞ্জের রাডার ও ট্র্যাকিং পরিষেবাসমূহ ব্যবহারকারী বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থানসমূহের মধ্যে একটি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কর্মী (২০১০-০৭-০৯)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"। ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন। জাতীয় পার্ক পরিষেবা।
- ↑ Benson, Charles D.; Faherty, William B. (আগস্ট ১৯৭৭)। "Preface"। Moonport: A History of Apollo Launch Facilities and Operations। History Series। SP-4204। NASA।
- ↑ "KSC Facilities"। NASA। ২০১৮-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৬।
- ↑ Dante D'Orazio (৬ সেপ্টেম্বর ২০১৫)। "After delays, SpaceX's massive Falcon Heavy rocket set to launch in spring 2016"। The Verge। Vox Media।
- ↑ "Spacex seeks to accelerate falcon 9 production and launch rates this year"। ৪ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ NASA (১৯৯৩)। "Launch Complex 39-A & 39-B"। National Aeronautics and Space Administration। এপ্রিল ৩, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০০৭।
- ↑ NASA (২০০০)। "Launch Complex 39"। NASA। সেপ্টেম্বর ২৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০০৭।
- ↑ "NASA Completes Review of First SLS, Orion Deep Space Exploration Mission"।
- ↑ Grush, Loren (১২ জুলাই ২০১৯)। "NASA administrator on recent personnel shakeup: 'There's no turmoil at all'"। The Verge। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;lc39C
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি