এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত |
দেশ | ভারত |
প্রতিষ্ঠা | ১৯৬৯ |
ধারণক্ষমতা | ৪০,০০০ |
স্বত্ত্বাধিকারী | কর্ণাটক সরকার |
পরিচালক | কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা |
ভাড়াটে | কর্ণাটক ক্রিকেট দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর |
প্রান্তসমূহ | |
প্যাভিলিয়ন এন্ড বিইএমএল এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | ২২–২৭ নভেম্বর ১৯৭৪: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ পুরুষ টেস্ট | ১৪–১৮ জুন ২০১৮: ভারত বনাম আফগানিস্তান |
প্রথম পুরুষ ওডিআই | ২৬ সেপ্টেম্বর ১৯৮২: ভারত বনাম শ্রীলঙ্কা |
সর্বশেষ পুরুষ ওডিআই | ১২ নভেম্বর ২০২৩: ভারত বনাম নেদারল্যান্ডস |
প্রথম পুরুষ টি২০আই | ২৫ ডিসেম্বর ২০১২: ভারত বনাম পাকিস্তান |
সর্বশেষ পুরুষ টি২০আই | ১৭ জানুয়ারি ২০২৪: ভারত বনাম আফগানিস্তান |
একমাত্র নারী টেস্ট | 31 October – 2 November ১৯৭৬: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
প্রথম নারী ওডিআই | 12 December ১৯৯৭: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |
সর্বশেষ নারী ওডিআই | 8 July ২০১৫: ভারত বনাম নিউজিল্যান্ড |
প্রথম নারী টি২০আই | 30 November 2014: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা |
সর্বশেষ নারী টি২০আই | 28 March 2016: শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা |
19 January 2020 অনুযায়ী |
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম (কন্নড়: ಎಂ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಕ್ರೀಡಾಂಗಣ) কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের অন্যতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পূর্বে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) নামে এটি পরিচিত ছিল। পরবর্তীতে কেএসসিএতে চার দশকেরও অধিক সময়ে জড়িত ও ১৯৭৭ থেকে ১৯৮০ মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি এম. চিন্নাস্বামীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক বর্তমান নামে পরিচিতি ঘটানো হয়েছে।
স্টেডিয়ামের দর্শক ধারণ সক্ষমতা ৩৬,০০০। টেস্ট, ওডিআই, প্রথম-শ্রেণীর ক্রিকেটসহ সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে এখানে অনুষ্ঠিত হয়। কর্ণাটক ক্রিকেট দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রধান অনুশীলনী মাঠ হিসেবে এটি ব্যবহৃত হয়।
ক্রিকেট ইতিহাস
[সম্পাদনা]কর্ণাটক সরকারের অর্থায়ণে ১৯৬৯ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৭০ সালে এর নির্মাণকার্য শুরু হয়। ১৯৭২-৭৩ মৌসুমে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। ১৯৭৪-৭৫ মৌসুমে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যকার খেলায় এটি টেস্ট মর্যাদার অধিকারী হয়।
২২-২৯ নভেম্বর, ১৯৭৪ তারিখে অনুষ্ঠিত টেস্টে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ব্যাটিং প্রতিভা ভিভ রিচার্ডস ও গর্ডন গ্রীনিজের অভিষেক হয়েছিল। দলটি পতৌদি'র ভারত দলকে ২৫৬ রানের ব্যবধানে পরাজিত করে। ১৯৭৬-৭৭ মৌসুমে টনি গ্রেগের ইংরেজ দলের বিপক্ষে ভারত এ মাঠে প্রথম জয়ী হয়। ৬ সেপ্টেম্বর, ১৯৮২ তারিখে মাঠে অনুষ্ঠিত প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কা দল ৬ উইকেটে হারে।
এই মাঠে ২০০৮ সালে ইংলিশ ক্রিকেট দলের সফরে চতুর্থ একদিবসীয়র মাধ্যমে ভারত তাদের ৭০০তম ম্যাচটি খেলে।
১৯৮৫ দলীপ ট্রফি
[সম্পাদনা]ঘরোয়া দলীপ ট্রফির ২৫ তম আসরে এই মাঠে প্রথমবারের মতো আয়োজিত হয়। কৃষ্ণমাচারী শ্রীকান্ত - রজার বিন্নির দক্ষিণাচলকে হারিয়ে রবি শাস্রী - সুনীল গাভাস্কার - দিলীপ বেঙ্গসরকার এর পশ্চিমাঞ্চল ম্যাচটি জিতে যায়।
বিশ্বকাপে গ্রুপ পর্বের একটি ম্যাচ ই এ মাঠে অনুষ্ঠিত হয়। সেটা ভারত বনাম নিউজিলান্ডের ম্যাচ।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ-ই একমাত্র মাঠে অনুষ্ঠিত হয়। সেটা ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। ১৯৯৬ সালের উইলস বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামে প্রথম ফ্লাডলাইট প্রতিস্থাপন করা হয়। ৯ মার্চ, ১৯৯৬ তারিখে ফ্লাডলাইটের আলোয় কোয়ার্টার-ফাইনালে চীর-প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ভারত নাটকীয়ভাবে ৩৮ রানে জয়ী হয়।
বিশ্বকাপের মোট ৫টি গ্রুপ ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়। তার মধ্যে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ গুরুত্বপূর্ণ । ম্যাচটি টাই হয়ে যায়।
২০১৩ আইপিএল
[সম্পাদনা]এই মাঠে ক্রিস গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে টি-টুয়েন্টি এবং ক্রিকেটের যে-কোন ফরম্যাটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ম্যাচে তিনি অপরাজিত ১৭৫* (৬৬ বল) রান করেন।
২০১৪ আইপিএল
[সম্পাদনা]টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হয়। ভালো ব্যাটিং পিচে এই খেলায় কলকাতা যেতে ও দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা পায়।
টুর্নামেন্টের মোট ৩টি গ্রুপ ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়। তার মধ্যে বাংলাদেশ - অস্ট্রেলিয়া এবং ভারত-বাংলাদেশ ম্যাচ গুরুত্বপূর্ণ । দুটো ম্যাচ ই অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হয়। ভালো ব্যাটিং পিচে এই খেলায় হায়দরাবাদ জয় লাভ করে ও প্রথমবারের মতো আইপিএল শিরোপা পায়।
টি২০ আন্তর্জাতিক কীর্তি
[সম্পাদনা]এখনো অব্দি ১টি অএশীয় দেশ ভারতের বিরুদ্ধে এই মাঠে খেলেছে (ইংল্যান্ড) । তারা জয় পায়নি।