[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

অমর নাথ কাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অমর নাথ কাক (১৮৮৯-১৯৬৩) ছিলেন একজন বিশিষ্ট কাশ্মীরি আইনজীবী এবং লেখক যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হল হামারা বৃত্তি এবং গায়ত্রী, উভয়ই হিন্দিতে লেখা। তিনি কাশ্মীরি প্রত্নতত্ত্ববিদ ও রাজনীতিবিদ রাম চন্দ্র কাকের বড় ভাই ছিলেন।

হামারা বৃত্তিতে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কাশ্মীরি পণ্ডিতদের সামাজিক ও ধর্মীয় জীবনের তথ্য রয়েছে। এতে ভারতপাকিস্তানের যুদ্ধের নাটকও উপস্থাপন করা হয়েছে।