[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল
বিশ্বকাপ ট্রফি হাতে লুকাস পোডলস্কি (ডান থেকে তৃতীয়)
প্রতিযোগিতা২০১৪ ফিফা বিশ্বকাপ
অতিরিক্ত সময়ের পর
তারিখ১৩ই জুলাই, ২০১৪
ম্যাচসেরামারিও গোটজে (জার্মানি)
রেফারিনিকোলা রিজ্জলি (ইতালি)
দর্শক সংখ্যা৭৪,৭৩৮
আবহাওয়াআংশিক মেঘযুক্ত
২৩ °সে (৭৩ °ফা)
৬৫% আদ্রতা[]

২০১৪ ফিফা বিশ্বকাপ ফাইনাল যা ১৩ জুলাই ২০১৪ তারিখে এস্তাদিও দো মারাকানা, রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত হয় এবং ২০১৪ ফিফা বিশ্বকাপের বিজয়ী নির্ধারন করে।[][] ফাইনাল জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে খেলা হয়। ১৯৮৬ এবং ১৯৯০ ফাইনালে পরে, এই দু'দেশের মধ্যে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল হয় যা একটি বিশ্বকাপ রেকর্ড।

এই ম্যাচের আগে জার্মানি সাত বার বিশ্বকাপের ফাইনালে খেলে (১৯৫৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পশ্চিম জার্মানি হিসাবে), এর মধ্যে তিন বার জয়ী হয় (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০) এবং চার বার পরাজিত হয় (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২); অন্যদিকে আর্জেন্টিনা চার বার বিশ্বকাপের ফাইনালে খেলে, দুই বার জয়ী হয় (১৯৭৮, ১৯৮৬) এবং দুইবার পরাজিত হয় (১৯৩০, ১৯৯০)।

ফাইনালে জার্মানি আর্জেন্টিনার সাথে ১-০ ব্যবধানে বিজয়ী হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটজে গোলটি করেন; তিনি আন্দ্রে শুর্লের একটি ক্রস বুক দিয়ে ঠেকিয়ে বাতাসে থাকায় অবস্থায় বাম পায়ে গোলতী করেন।

এটি ছিল জার্মানির চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়, জার্মান পুনঃএকত্রীকরণ পর প্রথম এবং ইউরোপের বাইরে প্রথম জয়। জার্মানির এই বিজয়ে একই মহাদেশ থেকে পরপর তিন বার দলগুলি বিশ্বকাপ জয় করে, এর আগে ২০০৬ ও ২০১০ সালে যথাক্রমে ইতালি ও স্পেন জয় করে; যা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ঘটে। এছাড়াও জার্মানি প্রথম ইউরোপীয় দল যারা আমেরিকায় আয়োজিত কোন বিশ্বকাপের শিরোপা লাভ করে। মিরোস্লাভ ক্লোসা যিনি সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ স্কোরার হল, এইভাবে ইতিহাসের সপ্তম খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে তার জাতীয় দলের সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে হয়ে শেষ করেন। জার্মানি এছাড়াও ২০১৭ ফিফা কনফেডারেশন কাপের জন্য যোগ্যতা অর্জন করে।

পটভূমি

[সম্পাদনা]
মারাকানায় ফাইনাল ম্যাচ

এর আগে দুটি দল মোট ২০ বার মুখোমুখি হয়, যেখানে জার্মানি ৬ বার ও আর্জেন্টিনা ৯ বার জয় লাভ করে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়। ওই খেলাগুলিতে দুটি দল মোট ২৮টি গোল করে।

ফাইনালে আসার পথ

[সম্পাদনা]
জার্মানি রাউন্ড আর্জেন্টিনা
বিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব বিপক্ষ ফলাফল
 পর্তুগাল ৪–০ ম্যাচ ১  বসনিয়া ও হার্জেগোভিনা ২–১
 ঘানা ২–২ ম্যাচ ২  ইরান ১–০
 মার্কিন যুক্তরাষ্ট্র ১–০ ম্যাচ ৩  নাইজেরিয়া ৩–২
গ্রুপ জি জয়ী
দল খেলা জয় ড্র হার স্বগো বিগো গোপা
 জার্মানি +৫
 মার্কিন যুক্তরাষ্ট্র
 পর্তুগাল −৩
 ঘানা −২
চূড়ান্ত অবস্থান গ্রুপ এফ জয়ী
দল খেলা জয় ড্র হার স্বগো বিগো গোপা
 আর্জেন্টিনা +৩
 নাইজেরিয়া
 বসনিয়া ও হার্জেগোভিনা
 ইরান −৩
বিপক্ষ ফলাফল নকআউট পর্ব বিপক্ষ ফলাফল
 আলজেরিয়া ২–১ (অসপ) ১৬ দলের পর্ব   সুইজারল্যান্ড ১–০ (অসপ)
 ফ্রান্স ১–০ কোয়াটার-ফাইনাল  বেলজিয়াম ১–০
 ব্রাজিল ৭–১ সেমি-ফাইনাল  নেদারল্যান্ডস ০–০ (অসপ) (৪–২ পেন.)

বেস ক্যাম্প এবং মাঠ

[সম্পাদনা]
দল বেস ক্যাম্প ম্যাচ ১ ম্যাচ ২ ম্যাচ ৩ ১৬ দলের রাউন্ড কোয়াটার-ফাইনাল সেমি-ফাইনাল
 আর্জেন্টিনা ভেসপাসিয়ানো (মিনাস জেরাইস)[] রিউ দি জানেইরু[] বেলো অরিজন্তে[] পোর্তো আলেগ্রে[] সাও পাওলো[] ব্রাসিলিয়া[] সাও পাওলো[১০]
 জার্মানি সান্তা ক্রুজ কাব্রালিয়া (বাইয়া)[] সালভাদোর[১১] ফর্তালিজা[১২] রেসিফি[১৩] পোর্তো আলেগ্রে[১৪] রিউ দি জানেইরু[১৫] বেলো অরিজন্তে[১৬]

জার্মানি ব্রাজিলের উত্তর পূর্ব অঞ্চল, বাইয়য় তাদের নিজস্ব বেস ক্যাম্প কাম্পো বাহিয়া তৈরি করে; এটি তৈরিতে £২৫ মিলিয়ন খরচ পড়ে।[১৭] তারা ৮ জুন ২০১৪ তারিখে ব্রাজিলে আসে।[১৮]

ম্যাচ

[সম্পাদনা]
জার্মানি
আর্জেন্টিনা
গো ম্যানুএল নয়ার
রা.ব্যা ১৬ ফিলিপ লাম ()
সে.ব্যা ২০ জেরম বোয়াটেং
সে.ব্যা ম্যাটস হুমেলস
লে.ব্যা বেনেডিক্ট হাফিডাস হলুদ কার্ড ৩৪'
সে.মি ২৩ ক্রিস্টফ ক্রামা ৩১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩১'
সে.মি বাস্তিয়ান শোয়েনস্টেইগার হলুদ কার্ড ২৯'
রা.উ ১৩ টমাস মুলার
অ্যা.মি ১৮ টনি ক্রুস
লে.উ মেসুত ওজিল ১২০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১২০'
সে.ফ ১১ মিরোস্লাভ ক্লোজে ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
বদলি:
আন্দ্রে শুর্লে ৩১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩১'
১৯ মারিও গোটজে ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
১৭ পের মের্টেজাকার ১২০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১২০'
ম্যানেজার:
ইওয়াকিম লু
গো সার্হিও রোমেরো
রা.ব্যা পাবলো জাবালেতা
সে.ব্যা ১৫ মার্তিন দেমিচেলিস
সে.ব্যা এজেকিয়েল গারাই
লে.ব্যা ১৬ মার্কোস রোহো
সে.মি ১৪ হাভিয়ের মাশ্চেরানো হলুদ কার্ড ৬৪'
সে.মি লুকাস বিগলিয়া
রা.উ এঞ্জো পেরেস ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
লে.ব্যা ২২ ইজেকিয়েল লাভেজ্জি ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.স্ট্রা ১০ লিওনেল মেসি ()
সে.ফ গঞ্জালো ইগুয়াইন ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
বদলি:
২০ সার্হিও আগুয়েরো হলুদ কার্ড ৬৫' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৮ রদ্রিগো পালাসিও ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
ফের্নান্দো গাহো ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
আলেহান্দ্রো সাবেয়া

ম্যাচসেরা:
মারিও গোটজে (জার্মানি)

সহকারী রেফারিগণ:
রেনাতো ফাভেরানি (ইতালি)
আন্দ্রেয়া স্তেফানি (ইতালি)
চতুর্থ অফিসিয়াল:
কার্লোস বেরা (ইকুয়েডর)
পঞ্চম অফিসিয়াল:
ক্রিস্তিয়ান লেস্কানো (ইকুয়েডর)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tactical line-up – Germany –Argentina" (পিডিএফ)FIFA.com (Fédération Internationale de Football Association)। ১৩ জুলাই ২০১৪। ১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪ 
  2. "Groups & Schedule"। BBC Sport (British Broadcasting Corporation)। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪ 
  3. "Matches"। FIFA.com (Fédération Internationale de Football Association)। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪ 
  4. "Team Base Camps for Brazil 2014 announced"fifa.com। ২১ জানুয়ারি ২০১৪। ২২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪ 
  5. "গ্রুপ পর্ব Argentina – Bosnia and Herzegovina"। ফিফা। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  6. "Argentina – Iran"। ফিফা। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  7. "Nigeria – Argentina"। ফিফা। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  8. "Argentina – Switzerland"। ফিফা। ১৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  9. "Argentina – Belgium"। ফিফা। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  10. "Netherlands – Argentina"। ফিফা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  11. "Germany – Portugal"। ফিফা। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  12. "Germany – Ghana"। ফিফা। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  13. "USA – Germany"। ফিফা। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  14. "Germany – Algeria"। ফিফা। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  15. "France – Germany"। ফিফা। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  16. "Brazil – Germany"। ফিফা। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪ 
  17. Hoffert, Josh। "Germany Built Their Own Base Camp in Brazil for the World Cup"। Sporttechie। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪ 
  18. "German team arrives in Brazil for 2014 World Cup"। ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪