উইকিম্যানিয়া
five keynote sessions from world-renowned experts,
more than a hundred community-submitted talks,
two days of hackathon and preconferences,
and over a dozen workshops on topics including:
উইকিপিডিয়ার মত উইকিম্যানিয়াও অলাভজনক পদ্ধতিতে চালিত—স্বেচ্ছাসেবকরাই এর সংগঠন ও পরিচালনার পুরো দায়িত্বে থাকেন, আর একে বাস্তবায়িত করার জন্য আমরা আপনার সাহায্য চাই!
উইকিম্যানিয়ায় অংশগ্রহণের মাধ্যমে আপনার পরিচয়ের গণ্ডি বহুগুণ বিস্তৃত হবে এবং অসামান্য ব্র্যান্ড অ্যাসোসিয়েশনও পাবেন।
উইকিম্যানিয়া কী?
সভার মূল সুরের মধ্যে থাকে মুক্ত জ্ঞানের বিস্তার, আন্দোলনের মধ্যে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভূমিকা, অধিকার ও ব্যক্তিগত অধিকার, আর এই সমস্ত উদ্দেশ্যকে সফল করে তোলার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা। উইকিম্যানিয়া ২০১৭ তে ফ্রাঙ্কোফোন (ফরাসি ভাষাগোষ্ঠীগত) দুনিয়ার মধ্যে আন্দোলনের ভূমিকা আরও গভীরভাবে খতিয়ে দেখবে এবং বিভিন্ন প্রকল্পে ফরাসি ভাষার অগ্রগতি সম্পর্কিত বেশ কিছু প্রোগ্রামিং সরঞ্জাম প্রকাশ করবে।
মূল অনুষ্ঠানের বাইরে থাকছে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান: "হ্যাকাথনে" বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পের প্রকৌশলী সম্প্রদায় সমবেত হয়ে কাজ করেন ও অবদান রাখেন, এবং "সোর্সথনে" অভিজ্ঞ ও নবাগত ব্যবহারকারীরা হাত মিলিয়ে লিখিত ঐতিহাসিক নথিপত্র সংরক্ষণ করে উপলভ্য করে তোলেন।
অনুষ্ঠানটি ২০১৭ সালের ৯ থেকে ১৩ আগস্ট কানাডার মন্ট্রিয়লে নির্ধারিত স্থান ও তার আশেপাশে অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ থেকে শুরু করে উৎসাহী, নবাগত এমনকি স্রেফ কৌতূহলীদেরও সবাইকে স্বাগত জানাই।