[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

ফ্রান্সের শিক্ষাব্যবস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Education in France থেকে পুনর্নির্দেশিত)

ফ্রান্সের শিক্ষাব্যবস্থা অত্যন্ত কেন্দ্রনির্ভর এবং সুসংগঠিত। এটি বেশ কিছু বিভাগে বিভক্ত। ব্যবস্থাটিকে তিনটি স্তর বা ধাপে বিভক্ত করা হয়েছে। এগুলি হল:

● প্রাথমিক শিক্ষা (Enseignement primaire, অঁসেঞমঁ প্রিম্যাখ্)

● মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের শিক্ষা (Enseignement secondaire, অঁসেঞমঁ সগোঁদ্যাখ্‌)

● উচ্চশিক্ষা (Enseignement supérieur, অঁসেঞমঁ সুপেখিয়্যখ্‌)।

স্নাতক পর্যায় শেষ করার পরে যে সনদটি প্রদান করা হয়, তার নাম লিসঁস (Licence)।

ফ্রান্সেরের শিক্ষা ব্যবস্থা
Ministry of National Education
Minister
Deputy Minister
Jean-Michel Blanquer
সাধারণ বিবরণ
মাতৃভাষাFrench
ব্যবস্থার ধরণCentral
স্বাক্ষরতা (2003)
মোট991
পুরুষ99
মহিলা99
তালিকাভুক্তি
মোট15.0 million2
প্রাথমিক6.7 million
মাধ্যমিক4.9 million
মাধ্যমিক পরবর্তী2.3 million3
লব্ধি
মাধ্যমিক ডিপ্লোমা79.7%
মাধ্যমিক-পরবর্তী ডিপ্লোমা27%
চিত্রে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা

মাধ্যমিক পর্যায়

[সম্পাদনা]

ফ্রান্সের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় দুইটি পর্যায় রয়েছে:

  • কোলেজ (Collège): ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ফ্রান্সের শিক্ষার্থীরা এই শিক্ষাটি গ্রহণ করে থাকে। এটি মাধ্যমিক শিক্ষার প্রথম ৪ বছর।
  • লিসে (Lycée): ১৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে এ শিক্ষা সম্পন্ন হয়। মাধ্যমিক শিক্ষার এই শেষ তিন বছরে শিক্ষার্থীরা বাকালোরেয়া (Baccalauréat) নামক সরকার আয়োজিত স্তর-সমাপনী পরীক্ষা তথা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]